কৃতজ্ঞতা সম্পর্কে এই বইটি শিশুদের সব কিছুর মধ্যে ভালো দিকটি দেখতে শেখায়। ড্যানি বাবাকে তার সারা দিনটির কথা বলে আর যা কিছু ঘটেছে তার বর্ণনা দেয়। যদিও ড্যানির দিনটি পরিকল্পনা অনুযায়ী কাটেনি, তবু সে দিনটিকে উপভোগ করে। শেষ পর্য্যন্ত এটিই দেখা যায় যে, সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একটি ভালো দিক থাকে এবং কৃতজ্ঞ হওয়ার মত কারণ খুঁজে পাওয়া যায়।
This book about gratitude teaches kids to see the good in everything. Danny tells Dad about his day and describes everything that happened. Although Danny's day didn't go as planned, he still managed to enjoy it. It turns out, that in every bad situation you can find a good thing and something to be grateful for.
Share This eBook: